ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাক চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের দুল্লা মল্লিকের ছেলে কারিবুল ইসলাম (৪৫) ও একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মুন্নাফ (৫০)।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা থেকে মাছ শিকার করে নিজ ভ্যানে মিরপুরে ফিরছিলেন দুই বন্ধু কারিবুল ও মুন্নাফ। তারা ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক মুন্নাফ ও কারিবুল ঘটনাস্থলেই মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯ আপডেট: ১৭৫৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।