ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৌশল অবলম্বন করে তিন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ এপ্রিল) উপজেলার খিদিরপুর ও বাগবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- খিদিরপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে শুক্কুর আলী, নুরুল ইসলামের ছেলে কাশেম ও বাগবেড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে খলিল।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিয়ে মাদক ব্যবসা করে আসছে। এখন মাদকসহ মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশকেও বিভিন্ন কৌশল অবলম্বন করতে হচ্ছে। তাই পুলিশের সদস্যকে মাদকসেবী সাজিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে স্পটে পাঠানো হয়।  

এভাবে খিদিরপুর এলাকা থেকে ১০০ পিছ ইয়াবাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও কাশেমকে আটক করা হয়। এছাড়া বাগবেড় এলাকা থেকে একই কায়দায় ২০ পিছ ইয়াবাসহ খলিলকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।