শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের হোসেন আলী মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তানিয়া ভালুকার আমতলী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। নাইট ডিউটি শেষে সকালে বাসায় ফেরার পথে উপজেলার মায়ের মসজিদ এলাকায় পৌঁছালে তানিয়াকে ছুরিকাঘাত করেন বখাটে শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে তানিয়ার সঙ্গে থাকা অন্য শ্রমিকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক শাহিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক শাহিনকে আটক করে ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, ঘাতক শাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমএএএম/আরআইএস/