ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বখাটের ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ভালুকায় বখাটের ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু, আটক ১ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ :  ময়মনসিংহের ভালুকা উপজেলায় শাহিন নামে এক বখাটে যুবকের ছুরিকাঘাতে তানিয়া আক্তার (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার হত্যাকারী শাহিনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের হোসেন আলী মেয়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তানিয়া ভালুকার আমতলী এলাকায়  ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। নাইট ডিউটি শেষে সকালে বাসায় ফেরার পথে উপজেলার মায়ের মসজিদ এলাকায় পৌঁছালে তানিয়াকে ছুরিকাঘাত করেন বখাটে শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে তানিয়ার সঙ্গে থাকা অন্য শ্রমিকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক শাহিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক শাহিনকে আটক করে ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, ঘাতক শাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।