রোববার (০৭ এপ্রিল) সকালে তিনি বাঘাইছড়ি যাবেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে নির্বাচনী সরঞ্জামসহ গাড়িতে করে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় সস্ত্রাসীদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৭ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তারা বাঘাইছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এডি/জেডএস