ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোববার বাঘাইছড়ি যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
রোববার বাঘাইছড়ি যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহত পরিবারকে সমবেদনা জানাতে ও আর্থিক অনুদান দিতে বাঘাইছড়িতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

রোববার (০৭ এপ্রিল) সকালে তিনি বাঘাইছড়ি যাবেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

এসময় হতাহতদের অনুদান দেবেন।
 
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে নির্বাচনী সরঞ্জামসহ গাড়িতে করে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় সস্ত্রাসীদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৭ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তারা বাঘাইছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।