ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ভৈরবে ইয়াবাসহ আটক ৪ ইয়াবাসহ আটকরা। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৬ এপ্রিল) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
 
আটকরা হলেন- উপজেলার আমলাপাড়া-ওয়াপদা মোড় এলাকার মৃত মালু মিয়ার ছেলে চান মিয়া (৬০), একই এলাকার মো. ভোলা মিয়ার ছেলে রাছেল মিয়া (২৪), বাবু (১৯) ও তার (ভোলা মিয়া) স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৫)।


  
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে উপজেলার আমলাপাড়া-ওয়াপদা মোড় এলাকার চান মিয়ার বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ও তিন হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।