শনিবার (৬ এপ্রিল) বিকেলে হেমায়েতপুরের নতুন পাড়া এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ ও মাদক উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন ও তার স্বামী মেহেদী হাসান সবুজ নতুন পাড়া এলাকায় থাকতেন।
জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ইয়াসমীনের মরদেহ ঝুলতে দেখতে পায়। পাশাপাশি ঘরের ভেতরে দুই হাজার ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে নিহতের মরদেহ ও ইয়াবা থানায় নিয়ে যায় পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জিপি