শনিবার (০৬ এপ্রিল) বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব রনি এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে আবু রাকিব (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) অর্থ সম্পাদক পদে মুনির হোসেন (মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন (ইউএনবি) দফতর সম্পাদক পদে কবিরুল ইসলাম কানন (সারাবাংলা.নেট) নির্বাচিত হয়েছেন।
আর কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন- ইসমাঈল সোহেল (নয়া দিগন্ত), আবদুর রাজ্জাক সোহেল (অবজারভার) ও সাজ্জাদুল কবির (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসকেবি/এমএ