শনিবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট-এয়ারপোর্ট সড়কের লাক্কতুড়া চা বাগান সংলগ্ন ছড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। ববিতার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ববিতা নগরের বাদাম বাগিচা এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়ির ধাক্কায় ববিতার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এনইউ/আরআইএস