শনিবার (০৬ এপ্রিল) দুপুরে দোহার-নবাবগঞ্জ সীমান্তবর্তী মৌলভীডাঙ্গী এলাকায় ডিসের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নিহত ইমরান দোহার উপজেলার ইকরাশি গ্রামের আ. মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, ইমরান ডিস সংযোগের ব্যবসা করতেন। দুপুরে তিনি মৌলভীডাঙ্গী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিসের লাইন মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এনটি