শনিবার (৬ এপ্রিল) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ৮ এপ্রিল মাইক পম্পেওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
ড. মোমেনের যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে উভয়পক্ষই প্রস্তুতি নিয়েছে। গত ৪ এপ্রিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে মিলিত হন। সে সময় ড. মোমেনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আগামী ১১ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৬ এপ্রিল , ২০১৯
টিআর/এমজেএফ