ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৭৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
পঞ্চগড়ে ৭৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত

পঞ্চগড়: কালবৈশাখী ঝড়ের প্রভাবে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভারী বৃষ্টি। এতে বড় ধরনের ঝড়ের আশঙ্কায় দ্রুত নিজ নিজ কাজ শেষ করে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে আকাশে কালো মেঘ জমে নেমে এসেছিল রাতের আঁধার। টানা বৃষ্টিতে এলোমেলো হয়ে পড়েছে জেলার অধিকাংশ এলাকা।

ফলে ভোগান্তিতে পড়ে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত ৭৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালবৈশাখীর মৌসুম চলায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঝড়ো বাতাসের কারণে বজ্রসহ বৃষ্টি হচ্ছে।  

সকাল থেকে সারাদিন জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত দেখা দেয়। তবে বৃষ্টির কারণে সব থেকে বেশি বিপাকে পড়ে তেঁতুলিয়া উপজেলার মানুষ। পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার প্রতিযোগিতা ভোগান্তিতে পড়ে জেলার মানুষ।

আলতাফুজ্জামান নামে এক রিকশাচালক বাংলানিউজকে বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে ঠিকমত রিকশা চালাতে পারিনি। কোনমতে বৃষ্টিতে ভিজে ১০০ টাকা রোজগার করেছি।

এদিকে তেঁতুলিয়ায় সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। রাস্তার বিভিন্ন মোড়ে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগামী তিনদিন বৃষ্টিপাত থাকবে। তবে তিন দিনের মধ্যে ৭ এপ্রিল (রোববার) বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

তিনি আরও বলেন, শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৭ মিলিমিটার। এর পরবর্তীতে বিকেল ৫টার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৪ দশমিক ৭ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।