শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩টা ৪৫ মিনিটে ভালুকা উপজেলার পারাগাও এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান বাংলানিউজকে জানান, প্রথমে পরিস্থিতি ভয়াবহ থাকলেও ফায়ার কর্মীদের চেষ্টায় তা মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে সেখানে এখন ময়মনসিংহ, শ্রীপুর, ভালুকা এবং ত্রিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেসম্পর্কে কিছু জানাতে পারেননি রকিবুল।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসএ/এমএ