শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবীবুর রহমান খান রতন, প্রধান শিক্ষক এবিএম শাহ্জাহান কবির সাজু প্রমুখ।
মেলা প্রাঙ্গণে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জেলার সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন।
সভাপতি রতন বাংলানিউজকে জানান, মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মধ্যরাত পর্যন্ত মেলায় বাউল গান চলবে। আর এরই মধ্য দিয়েই মেলার সমাপ্তি হবে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এনটি