ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিউজপ্রিন্ট মিলস স্কুলের ৫০বছর পূর্তি আয়োজনের উদ্বোধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
নিউজপ্রিন্ট মিলস স্কুলের ৫০বছর পূর্তি আয়োজনের উদ্বোধন  বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

খুলনা: যশোর শিক্ষাবোর্ডের প্রথমস্থান অর্জনকারী খুলনা নিউজপ্রিন্ট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী ঢাকার একটি হোটেলে ৫০ পাউন্ডের কেক কেটে সুবর্ণজয়ন্তীর এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  

শামসুল করীম রুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা নিউজপ্রিন্ট মিলসের সাবেক নির্বাহী পরিচালক এস আই শাহজাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বিশেষ অতিথি ছিলেন খুলনা নিউজপ্রিন্ট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস আজিজুন নাহার, সাবেক প্রধান শিক্ষক গোলাম হোসেন, সাবেক প্রধান সহকারী শিক্ষক শফিউর রহমান।

কেএনএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে মামুন ইকবাল জানান, আগামী ২৭ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী উদযাপনের সুচনা হলো শুক্রবার। সুবর্ণজয়ন্তী উদযাপনে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের চাঁদা থেকে ১০০ টাকা স্কুলের উন্নয়নে স্কুলের নিজস্ব তহবিলে জমা দেওয়া হবে।

কেএনএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন রহমান, মির্জা শাহাদাত হোসেন রুবেল, মামুন ইকবাল, ফারজানা শাপলা, জাহানারা বিথী, আফসার উদ্দিন দোলা, মহিউল ইসলাম সোহেল, সাহাতাজ হীরা, মামুন ইকরাম,আব্দুল্লাহ আল মুবিন, হেলাল আহমেদ মাহফুজ, ফয়সাল আহমেদ সোহাগ, রাব্বি, নাহিয়ান, শরিফুল ইসলাম তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।