শনিবার (৬ এপ্রিল) সকালে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির আদর্শপাড়ার মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৩) ও কক্সবাজার সদরের ইসলামপুরের মো. নুর হাসিমের ছেলে মো. হাবিব (২০)।
কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বাংলানিউজকে জানান, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলে করে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুই হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকদের কাছে থেকে একটি মোটরসাইকেল, হেলমেট, দুইটি ব্যাগ এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসবি/আরআইএস/