ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ৩১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
সাভারে ৩১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২ আটক দুই মাদক বিক্রেতা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সাভারের হরিনধরা গ্রামের ট্যানারি রোড থেকে ৩১৮ বোতল ফেনসিডিলসহ দ্বীন ইসলাম (৩৬) ও আরিফুল ইসলাম (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (০৬ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল আভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের একটি মালবাহী ট্রাক ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক দুইজন দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বিদেশি ফেনসিডিল এনে মানিকগঞ্জসহ সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।