শনিবার (০৬ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র্যাব। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানিয়েছে, আটক দুইজন দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বিদেশি ফেনসিডিল এনে মানিকগঞ্জসহ সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএমআই/টিএ