শনিবার (০৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং ৫০ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তির অনুমোদন হয়।
ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সভায় আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ এএম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ