ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু, ফাইল ফটো

মাদারীপুর: প্রায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে।

ঝড়ো বাতাস কমে গেলে রোববার (০৭ এপ্রিল) ভোরে এ রুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার (০৬ এপ্রিল) দিনগত রাত ৯টা থেকে রুটটিতে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া রাতে মাদারীপুরের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এর প্রভাবও পড়ে রুটটিতে।

পরে ভোরে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করে।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটেই পরিবহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, ঝড়ের কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোরে আবার স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।