রোববার (৭ এপ্রিল) ভোরে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- দিনাজপুরের কোতোয়ালি থানার বর্জাকুড়ি গ্রামের মৃত বেশার উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০) ও চাপাইনবাবগঞ্জ সদরের বিশ্বাসটোলা গ্রামের উজির আলীর ছেলে মেজবাউল ইসলাম (২৯)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, ভোরে দিনাজপুর থেকে ঢাকাগামী ও চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী দুইটি বাসে তল্লাশি করে ১২৫ বোতল ফেনসিডিলসহ সাইদুর ও ৬৮ বোতল ফেনসিডিলসহ মেজবাউলকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস