ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ২ যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ২ যাত্রী আটক ফেনসিডিলসহ আটক দুই যাত্রী সাইদুর ও মেজবাউল। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুইটি বাসে তল্লাশি চালিয়ে ১৯৩ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার (৭ এপ্রিল) ভোরে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- দিনাজপুরের কোতোয়ালি থানার বর্জাকুড়ি গ্রামের মৃত বেশার উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০) ও চাপাইনবাবগঞ্জ সদরের বিশ্বাসটোলা গ্রামের উজির আলীর ছেলে মেজবাউল ইসলাম (২৯)।

   
    
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, ভোরে দিনাজপুর থেকে ঢাকাগামী ও চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী  হানিফ পরিবহনের যাত্রীবাহী দুইটি বাসে তল্লাশি করে ১২৫ বোতল ফেনসিডিলসহ সাইদুর ও ৬৮ বোতল ফেনসিডিলসহ মেজবাউলকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।