নিখোঁজের সাতদিন পর শনিবার (৬ এপ্রিল) দিনগত রাতে একটি ডোবা থেকে তার উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ। মরদেহ উদ্ধারের খবর শুনে কাঁদতে কাঁদতে ছেলের পিঠা খাওয়ার কথা বলছিলেন মা খাদিখা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকেলে বাইসাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনা পুলিশকে অবগত করেন। এরপর রোববার (৭) ভোরে তেমুহনি বাজারের মাথিয়ারার একটি দোকান থেকে সাইকেল ও ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরাফাত হোসেন শুভ পার্শ্ববর্তী কাশিমপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে স্থানীয় মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহত শুভর বড় চাচা ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে।
স্থানীয় পাঁছগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, ঘটনার সঙ্গে জড়িত যেই হোক না কেন তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/