ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৬

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (৭ এ‌প্রিল) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজ এলাকাধীন ছয় মাইলে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।

 

এছাড়া আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার নাম-পরিচয় যানা যায়নি। তবে এদের মধ্যে তারেক নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, বাবুগঞ্জের দিক থেকে যাত্রী নিয়ে বরিশালে দিকে আসছিলো পিকআপ ভ্যানটি । পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি অটো টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও টেম্পুটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এ‌প্রিল ০৭, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।