ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লোকালয়ে মায়াহরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
লোকালয়ে মায়াহরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত উদ্ধার মায়াহরিণ/ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনের পাশে পশ্চিম ঢাংমারি গ্রামে পথ ভুল করে আসা একটি মায়াহরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

রোববার (৭ এপ্রিল) সকালে সুন্দরবনের ঢাংমারি স্টেশনের কর্মকর্তারা হরিণটিকে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, একটি মায়াহরিণ পথ ভুল করে পশ্চিম ঢাংমারি গ্রামে চলে আসে।

এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঢাংমারি স্টেশন কর্মকর্তা মো. হান্নানের নেতৃত্বে বন বিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করে।  

পরে অবমুক্ত করা হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। হরিণটি সুস্থ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।