রোববার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল-কালিয়া রোডের মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
মো. রওশন আলম পলাশ লক্ষীপুর দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক।
আহত শিক্ষককের ভাই ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, আমার ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। প্রতিদিনে ন্যায় আজও ভাই পলাশ মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তিনি মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আ ফ ম মশিউর রহমান বাবু বাংলানিউজকে জানান, পলাশের হাত, পা, মাথা, মাজাসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এনটি