ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ঘূর্ণিঝড়ে বাজার ও ২ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
শিবচরে ঘূর্ণিঝড়ে বাজার ও ২ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের বাঁশকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে একটি বাজারের প্রায় অর্ধশত দোকান ও তিনটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। 

শনিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঝড় শুরু হয়। ঝড়ে দুই শতাধিক ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে।

হাজার হাজার গাছপালা ভেঙে গেছে। বিচ্ছিন্ন রয়েছে ওই সব গ্রামের বিদ্যুৎ সংযোগ।

ঘরের চালা চাপা পড়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।  

শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।  

স্থানীয় জন-প্রতিনিধি ও ক্ষতিগ্রস্তরা জানান, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা, মৃজারচর ও সিপাইকান্দি এবং শেখপুর বাজারের উপর দিয়ে শনিবার রাত ৯টার সময় প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে শেখপুর বাজারের প্রায় ৫০টি দোকানের টিনের চাল উড়ে যায়।  

ঝড়ে শেখপুর বাজারের হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়, ২টি মসজিদ, ৩টি কিন্ডার গার্ডেনসহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে গাছ-পালা ভেঙে রাস্তায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।  

এছাড়া ওই সব গ্রামের দেড়শ’ টিনের ঘরের চালা উড়ে গেছে। এ ঝড়ে টিউবওয়েলও রক্ষা পায়নি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষরা মানবেতর জীবন কাটাচ্ছেন।  

স্থানীয়রা জানান, সারারাত বৃষ্টিতে ভিজে ওই সব পরিবারের ছোট শিশু ও বৃদ্ধরা অনেকই অসুস্থ হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা পড়েছেন খাবার সংকটে। তাদের রান্নাঘরও উড়িয়ে নিয়ে গেছে। ঘরে চাল-ডাল  কিছুই নেই। নেই রান্না করার লাকড়িও। মাদারীপুর থেকে শিবচর উপজেলার বিদ্যুৎ সংযোগের প্রধান লাইনের প্রায় ৮টি খুঁটি ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন গ্রাম ও বাজারে বিদ্যূৎ সংযোগের ২৫টি খুঁটি উপড়ে গেছে। এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।     

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মিয়া জানান, ঘূর্ণিঝড়ে প্রায় ২শ’ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। শেখ বাজারের ৫০টি দোকান ও তিনটি গ্রামে প্রায় দেড়শ’ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ অবস্থায় দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রয়োজন।  

মাদারীপুর পল্লী বিদ্যূৎ সমিতির পরিচালক মো. পান্নু খান জানান, শনিবার রাত নয়টা থেকে মাদারীপুরের শিবচরের ১৯টি ইউনিয়ন একটি পৌরসভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।  

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, সকালে খবর পেয়ে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অতি শিগগিরই তাদের সাহায্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।