রোববার (৭ এপ্রিল) ভোরে উপজেলার গান্নাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- সদর উপজেলার তালিনা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে কালাম বিশ্বাস (৩৪) ও কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩০)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলানিউজকে জানান, গান্নাবাজার এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন গোপন সংবাদে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে কালাম ও সুভাষকে আটক করা হয়। এসময় তাদের কাছ জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস