ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ঝিনাইদহে অস্ত্রসহ আটক ২ অস্ত্রসহ আটক দুইজন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (৭ এপ্রিল) ভোরে উপজেলার গান্নাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক দুইজন হলেন- সদর উপজেলার তালিনা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে কালাম বিশ্বাস (৩৪) ও কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩০)।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলানিউজকে জানান, গান্নাবাজার এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন গোপন সংবাদে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে কালাম ও সুভাষকে আটক করা হয়। এসময় তাদের কাছ জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।