ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক 

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৭ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)।

নওগাঁ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে শরিফুল ও রতন মিয়া নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ এর সদস্যরা 
ভারতের কেদারীপাড়া এলাকা থেকে তাদের আটক করে।  

পরে ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হয়। বিএসএফ বিজিবিকে আরও জানান, তাদের আটকের পর মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  

এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, তাদের ফিরিয়ে আনতে একটি পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।