শনিবার (৬ এপ্রিল) রাতে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যায় এ ঝড়। এতে সদর উপজেলা, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের টিন চাপা পড়ে কয়েক হাজার মুরগির বাচ্চা মারা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ অন্যান্য ফসল ও আমের ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ