ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
গোপালগঞ্জে ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসল। এছাড়া টিন চাপা পড়ে মারা গেছে কয়েক হাজার মুরগির বাচ্চা।

শনিবার (৬ এপ্রিল) রাতে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যায় এ ঝড়। এতে সদর উপজেলা, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

 

বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের টিন চাপা পড়ে কয়েক হাজার মুরগির বাচ্চা মারা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ অন্যান্য ফসল ও আমের ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।