রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা অফিস থেকে তাকে আটক করা হয়। সুমন নাটোরের বাড়াদীপাড়া উপজেলার রহিমানপুর এলাকার লিয়াকত আলীর ছেলে।
মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল করীম বাংলানিউজকে বলেন, সুমন এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কল করে আমাকে আমার কার্যালয়ে ডেকে নেন। পরে আমার কাছে মুক্তিযোদ্ধাদের তথ্যসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে চান। এসময় তাকে সন্দেহ হলে কুষ্টিয়া এনএসআই অফিসে ফোন করে জানতে পারি সুমন ভুয়া পরিচয়ধারী। পরবর্তীতে কৌশলে বিষয়টি থানায় জানালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন দফতরের সিল দেখা যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক সুমনের কাছ থেকে এনএসআই’র নকল পরিচয়পত্র, খেলনা পিস্তল, ৫০ হাজার টাকা এবং বিভিন্ন সরকারি দফতরের সিল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমআরএ/এসআরএস