ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উগ্রবাদ প্রতিরোধে মুন্সিগঞ্জে নাগরিক সংলাপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
উগ্রবাদ প্রতিরোধে মুন্সিগঞ্জে নাগরিক সংলাপ উগ্রবাদ প্রতিরোধে নাগরিক সংলাপ

ঢাকা: সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে মুন্সিগঞ্জে তরুণদের সম্পৃক্তকরণ বিষয়ক ‘নাগরিক সংলাপ’ হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনের মহড়া কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় এর আয়োজন করে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়।

 

সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মো. শহীদুল্লাহ্, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সমাজ অনুশীলন সদস্য শ ম কামাল হোসেন, পুরোহিত প্রশিক্ষক তপন কুমার চক্রবর্তী, নাট্য সংগঠক শিশির রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, অবসর প্রাপ্ত সরকারি কর্মকতা নিত্যানন্দ মণ্ডল, পুরোহিত মথুরাপতি গোবিন্দ দাস, প্রভাষক মো. জুনায়েদ, কনসাল্টেন্ট ব্রিটিশ কাউন্সিল মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পেশ ইমাম মো. শহীদুল্লাহ্ বলেন, তরুণদের ভেতর যেনো সহিংসতা ও উগ্রবাদ জন্ম না নেয় তার জন্য চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন তাদের সচেতন হতে হবে।

জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অভিজিৎ দাস ববি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্ব পালন করেন সেই ইমাম এবং পুরোহিতদের কথাকে সমাজের লোকেরা গুরুত্ব দিয়ে শোনেন এবং মেনে চলেন। তাই সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে তরুণদের মোটিভেশন দিতে তাদের ভূমিকা রাখতে হবে।  

সংলাপে বক্তারা বলেন, সন্তানদের বন্ধু নির্বাচন, তারা কোথায় যায়, কী করে এসব বিষয়ে তাদের পরিবারের অভিভাবকদের তদারকি করতে হবে। তরুণদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন করতে উদ্বুদ্ধ করতে হবে। নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সচেতন করতে হবে।

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।