রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পাঁচ নারী হলেন- একই গ্রামের সুবাসের স্ত্রী আরতী রানী দাস (৩০), দীপু চন্দ্র দাসের স্ত্রী রাধিকা রানী দাস (৩৫), উকিল চন্দ্র রায়ের স্ত্রী গীতা রানী দাস (৩১), স্বপন চন্দ্র দাসের স্ত্রী একাদশী রানী দাস (৩৩), প্রফুল্ল চন্দ্র দাসের স্ত্রী নিশি রানী দাস (৪০)।
আহতদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরতী রানী ও গীতা রানীর অবস্থা আশঙ্কাজনক।
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র বাংলানিউজকে জানান, দক্ষিণ মহেশপুর গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মতিবুর রহমান, হাবিবুর রহমান ও লাল মোহাম্মদের ছেলে দুলাল মিয়া এবং মৃত আলতাফের ছেলে সমিরুল ইসলাম ও সলেমানের সঙ্গে একই গ্রামের সুবাস চন্দ্র দাসের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে দুপুরে জমির দখলকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ উভয় পক্ষের ওই পাঁচ নারী আহত হন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসআরএস