রোববার (৭ এপ্রিল) আসামিদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মামুন কুমিল্লা জেলার বুড়িচং থানার নয়কামতা এলাকার আব্দুর রহিমের ছেলে এবং তারেক দাউদপুর এলাকার আবু সিদ্দিক ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সিপিসি-১ এর ওয়ারেন্ট কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী হাবিবুর রহমান জানান, শনিবার (৬ এপ্রিল) রাতে র্যাব-১০ এর আওতাধীন দয়াগঞ্জ মোড়ে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রূপগঞ্জের চনপাড়া এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। পরে চনপাড়া বস্তির ৬নং ওয়ার্ডের আব্দুস ছাত্তারের বাড়ির নিচতলা থেকে মামুনকে ৩ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৯৪ হাজার টাকাসহ আটক করা হয়। এ সময় মামুন মিয়ার সঙ্গে থাকা আরেক মাদকবিক্রেতা জুয়েল মিয়া পালিয়ে যায়।
এদিকে শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার দিঘীবরাবো এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ তারেক নামে আরেক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এএটি