রোববার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের দেওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মহির উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মহির উদ্দিন গরু নিয়ে দেওপাড়া এলাকার মাহবুব আলমের ইন্টারনেটের টাওয়ারের নিচ দিয়ে যাচ্ছিলেন। এসময় মাটিতে পড়ে থাকা টাওয়ারের বৈদ্যুতিক তারে গরুটি জড়িয়ে পড়ে। এসময় কৃষক মহির উদ্দিন গরুটিকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি ও তার গরুটি মারা যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ