ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান দেখতে চাই: মার্ক ফিল্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান দেখতে চাই: মার্ক ফিল্ড ‘বাংলাদেশের অগ্রযাত্রায় সুশাসন ও উন্নয়ন’-শীর্ষক আয়োজনে বক্তব্য রাখছেন মার্ক ফিল্ড

ঢাকা: স্বচ্ছ ও দায়বদ্ধ গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। একই সঙ্গে বাংলাদেশে আমরা দেখতে চাই প্রাণবন্ত বিতর্ক, স্পন্দনশীল নাগরিক সমাজ ও প্রতিযোগিতামূলক নির্বাচন।

রোববার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল আমারিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউ আয়োজিত ‘বাংলাদেশের অগ্রযাত্রায় সুশাসন ও উন্নয়ন’-শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।  

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও এইচটি ইমাম ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে গত ৫০ বছরে বাংলাদেশ যে বিশাল অগ্রগতি অর্জন করেছে সেটিকে স্বাগত জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে আগামীতে আরও বেশি সফল হওয়ার সম্ভাবনাকেও যুক্তরাজ্য স্বীকৃতি দেয়।  

যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড শনিবার (৬ এপ্রিল) দু’দিনের সফরে ঢাকায় এসেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।