রোববার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল আমারিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউ আয়োজিত ‘বাংলাদেশের অগ্রযাত্রায় সুশাসন ও উন্নয়ন’-শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও এইচটি ইমাম ।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে গত ৫০ বছরে বাংলাদেশ যে বিশাল অগ্রগতি অর্জন করেছে সেটিকে স্বাগত জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে আগামীতে আরও বেশি সফল হওয়ার সম্ভাবনাকেও যুক্তরাজ্য স্বীকৃতি দেয়।
যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড শনিবার (৬ এপ্রিল) দু’দিনের সফরে ঢাকায় এসেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিআর/এএ