রোববার (৭ এপ্রিল) দুপুরে মাছটি সিলেট নগরের লালবাজারে আনা হলে দেখার জন্য লোকজন ভিড় করতে শুরু করে।
এদিন সকালে জকিগঞ্জ উপজেলার ডুবাইরচর গ্রাম সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
তিনি বাংলানিউজকে বলেন, স্থানীয়ভাবে মাছটি বিক্রি করতে চাইলেও কাঙ্ক্ষিত দাম পাইনি। তাই নিয়ে আসি সিলেটের লালবাজারে।
মাছটির দাম ৪ লাখ টাকা হাঁকালেও ক্রয়মূল্য জানাতে অসম্মতি জানান তিনি। এক লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে বলেও দাবি করেন তিনি।
দিন শেষে মাছটি বিক্রি করতে না পারায় মোখলেস মিয়া বলেন, রাতের মধ্যে বিক্রি করতে না পারলে সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে মাছটি কেজি হিসেবে কেটে বিক্রি করা হবে। তবে কত করে কেজি বিক্রি করবেন, তা এখনো নির্ধারণ করেননি।
বাজারের অন্য ব্যবসায়ীরাও জানান, বাঘাইড় মাছটিও ওজন প্রায় দেড়শ কেজি হবে। বিভিন্ন সময় বাজারে আসা বাঘাইড় ওজনের তারতম্য অনুসারে এক হাজার ৫শ থেকে আড়াই হাজার কেজি দরে বিক্রি হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এনইউ/এএ