রোববার (৭ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাজিরহাট গ্রামের আখতার হোসেনের রান্নাঘর থেকে শোবার ঘরে আগুন লাগে।
স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে মারা যায়।
ঘটনার পরপরই স্থানীয় নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ