রোববার (০৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মৌসুমি মার্কেটের পাশে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাতলাক গ্রামের আব্দুল হামিদ পাটোয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে সেলিম নিজ চারতলা বাড়ির দুই তলায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এনটি