ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (০৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মৌসুমি মার্কেটের পাশে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাতলাক গ্রামের আব্দুল হামিদ পাটোয়ারীর ছেলে।

তিনি তার পরিবার নিয়ে দক্ষিণ গাজিরচট এলাকার নিজ বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, বিকেলে সেলিম নিজ চারতলা বাড়ির দুই তলায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।