রোববার (৭ এপ্রিল) বিকেলে ফতুল্লার বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ মীমের বাবা ওসমান গণি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
ওসমান গণি জানান, আমি একজন রাজমিস্ত্রি হিসেবে করে একমাত্র মেয়ে আমেনা আক্তার মীমকে (১৮) লেখাপড়া করাচ্ছি।
ওসমান গণি আরো জানান, মীমের সঙ্গে কারো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে এমন কোনো বিষয় আমার ও আমার পরিবারের কারো জানা নেই। মেয়েটি নিখোঁজের পর থেকে পরিবারের সবার মধ্যে হতাশা নেমে এসেছে।
জিডির তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে জানান, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এএটি