ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রুবানা হকের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে রুবানা হকের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নব-নির্বাচিত সভাপতি রুবানা হক।

রোববার (৭ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ তাদের এ সাক্ষাৎ হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচনে পূর্ণ-প্যানেলে বিজয়ী হওয়ায় সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান রুবানা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তার সাফল্য কামনা করেন তিনি।

শনিবার (৬ এপ্রিল) বিজিএমইএ’র নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল জয়ী হয়। আর এর মধ্য দিয়ে সংগঠনটির প্রথম নারী সভাপতি হতে যাচ্ছেন ড. রুবানা হক।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।