রোববার (৭ এপ্রিল) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তানভীর আহমেদ, নারায়ণগঞ্জের উপ-পরিচালক নয়ন মিয়া ও র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
নয়ন মিয়া জানান, নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ১২টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার ইট এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরবি/