রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় নিজ গৃহে অসুস্থ বোধ করলে তাকে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রেসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন সবুরন নেছা। তিনি ছয় মেয়ে ও তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী এস এম এ মান্নান ও দীর্ঘদিন আগে ইন্তেকাল করেন।
সোমবার (৮ এপ্রিল) সকালে মরহুমার মরদেহ পশ্চিম শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবর স্থানে দাফন করা হবে।
সবুরন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএ/এমইউএম/জিপি