ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খালিয়াজুরীতে গাঁজাসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
খালিয়াজুরীতে গাঁজাসহ ২ মাদকবিক্রেতা আটক

নেত্রকোণা: নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় দেড় কেজি গাঁজাসহ জাফরুল (৩৫) ও আজিম উদ্দিন (৩৪) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার চাকুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটক জাফরুল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর গ্রামের আব্দুল নূরের ছেলে ও আজিম একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, দিরাই থেকে জাফরুল ও আজিম খালিয়াজুরীর চাকুয়াতে পাইকারি দামে স্থানীয় মাদক বিক্রেতাদের কাছে গাঁজা বিক্রি করতে এসেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়।  

সোমবার (৮ এপ্রিল) সকালে আটক দুই মাদকবিক্রেতাকে নেত্রকোণায় আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।