ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রতারণার অভিযোগে আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
আশুলিয়ায় প্রতারণার অভিযোগে আটক ২

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইউনিক এলাকা থেকে পুলিশ পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে ইউনিক এলাকার একটি মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটক প্রতারকরা হলেন- জামালপুর জেলার সদর থানার হাজীপুর বাজারের মতি মিয়ার ছেলে মারুফ (২৮) ও একই জেলার সরিষাবাড়ি থানাধীন বড়বাড়িয়া চরমন্ডল পাড়ার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩২)।

তারা দুইজনই আশুলিয়ার জামগড়া বসবাস করতো।

পুলিশ জানান, চার মাস আগে স্থানীয় এক ব্যক্তির কাছে পুলিশের এএসপি পরিচয় দিয়ে অস্ত্র নিবন্ধন করে দেওয়ার কথা বলে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নেন দুই ব্যক্তি। কয়েকদিন পর খোঁজ-খবর নিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি কৌশলে তাদের ইউনিক দেখা করার কথা বলেন। পরে মারুফ ও আমিনুল দেখা করতে আসলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশে সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।