রোববার (৭ এপ্রিল) রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৬ এপ্রিল) ডেমরার হাজীনগর এলাকা থেকে আকরামকে অপহরণ করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
র্যাব জানায়, ভিকটিমের ছেলের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকে নেতৃত্বে রাজধানীর সবুজবাগে ছয়তলা একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আকরামকে উদ্ধার করে। এসময় একটি খেলনা পিস্তল, একটি চাপাতি, দু’টি ছুরি, দু’টি মোবাইল ফোন ও ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীর চক্রের অন্য সদস্য পালিয়ে যায় বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএমআই/জিপি