ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতু মিয়া কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার মৃত মইম আলীর ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মোহাম্মপুর ৬ নম্বর রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছেলে রনি মিয়া জানায়, তার বাবা ফাতু মিয়া ভ্যানে করে মোহাম্মপুর এলাকায় কলা বিক্রি করতেন।  

ভোরে কারওয়ান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে  মোহাম্মপুর এলাকায় যাওয়ার সময় বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে মোহাম্মপুর থানা পুলিশ ট্রাকটি আটক করলেও চালক চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।