শুধু তাই নয় অদম্য মনোবলের অধিকারী ৮২ বছর বয়সী এ মানুষটি মাগুরার প্রত্যন্ত এলকার বিভিন্ন স্কুলে গিয়ে শিশু-কিশোরদের ছবি আঁকা শেখানোর পাশাপাশি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও নৈতিকতাবোধ সৃষ্টিতে কাজ করে চলেছেন।
মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আব্দুল আজিজের বাড়ি মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে।
এসব বিদ্যালয়গুলোতেও তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ছবি আঁকাসহ একইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে চলেছেন ক্লান্তিহীনভাবে। তার এই স্কুলে ছবি আঁকা শিখে শিক্ষার্থীরা দক্ষ চিত্রশিল্পী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রনজিৎ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, স্কুল পর্যায়ের চিত্রকলা বাধ্যতামূলক হলেও জেলার অধিকাংশ বিদ্যালয়ে এ বিষয়ে কোনো শিক্ষক নেই। তবে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ নিজ উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের ছবি আঁকা শিখিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এলাকাবাসী জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু বাংলানিউজকে বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ নিজ অর্থায়নে আর্ট স্কুল প্রতিষ্ঠা করে বিনা বেতনে প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে-মেয়েদের ছবি আঁকা শিখিয়ে জাতি গঠনে অসামান্য অবদান রেখে চলেছেন। একইভাবে জেলার অন্য বিদ্যালয়গুলোতে তিনি স্বেচ্ছাশ্রমে ছবি আঁকাসহ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে আসছেন। তার এই অবদানের জন্য সরকারিভাবে তাকে সম্মানিত করা উচিত।
এ বিষয়ে আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, আমার মৃত্যুর পরও যাতে স্কুলটি চালু থাকে এজন্য প্রতিষ্ঠানের জন্য এক একর জমি দান করে যাবো।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি