রোববার (৮ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ওই বাজারের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ওই বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঢোকার সময় ওই ব্যক্তি পাহারাদের হাতে ধরা পড়েন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
কেএসএইচ/এএটি