ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘ফায়ার হিরো’ সোহেল রানা মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
‘ফায়ার হিরো’ সোহেল রানা মারা গেছেন

ঢাকা: বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়ার সময় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গত ২৮ মার্চ বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সময়ে ল্যাডারের সিঁড়িতে আটকে সোহেলের পা ভেঙে যায়। এ সময় তিনি পেটেও গুরুতর আঘাত পান। এরপর থেকেই সোহেলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গত শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন 'ফায়ার হিরো' সোহেল।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।