সোমবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ২৮ মার্চ বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সময়ে ল্যাডারের সিঁড়িতে আটকে সোহেলের পা ভেঙে যায়। এ সময় তিনি পেটেও গুরুতর আঘাত পান। এরপর থেকেই সোহেলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছিল।
গত শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন 'ফায়ার হিরো' সোহেল।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
পিএম/এমএ