ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ভবন ভাঙতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
আদিতমারীতে ভবন ভাঙতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুরাতন ভবন ভাঙতে গিয়ে মিলন মিয়া (২৬)  নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মিলন উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে।

 

হাসপাতাল ও স্থানীয়রা জানান, মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভেঙে ফেলার কাজ নেন স্থানীয় এক ঠিকাদার।  সেই ঠিকাদারের হয়ে ভবনটি ভাঙার কাজে অনেকের সঙ্গে কাজ নেন নির্মাণ শ্রমিক মিলন মিয়া। হঠাৎ ভবনের একটি অংশ মিলনের গায়ের ওপর পড়লে গুরুতর আহত হন তিনি।  

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ বাংলানিউজকে জানান, মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় হাসপাতাল পৌঁছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।