ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিনে হচ্ছে বিজিবির পরিপূর্ণ বর্ডার আউটপোস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
সেন্টমার্টিনে হচ্ছে বিজিবির পরিপূর্ণ বর্ডার আউটপোস্ট সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন

কক্সবাজার: দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের পর সেখানে একটি পরিপূর্ণ বর্ডার আউটপোস্ট (বিওপি) গঠন করা হচ্ছে। সে লক্ষ্যে প্রয়োজনীয় অস্ত্র-সরঞ্জামও পাঠানো হয়েছে।

পাশাপাশি ক্যাম্পটির নিরাপত্তায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, দেশের সর্ব দক্ষিণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ সেন্টমার্টিন।

যে দ্বীপে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভ্রমণে যান। তাই এই দ্বীপটির নিরাপত্তা দরকার। এছাড়াও সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ, রোহিঙ্গাদের সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা বন্ধ করাসহ সবকিছু বিবেচনা করে সরকার সেন্টমার্টিনে বিওপি গঠন করার সিদ্বান্ত নিয়েছে।

এদিকে ক্যাম্পের জন্য ভারী অস্ত্র সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করলেও কী পরিমাণ বিজিবি সদস্য সেখানে অবস্থান করবেন সে বিষয়টি জানাননি লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তবে বিজিবির পাশাপাশি দ্বীপে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

সেন্টমার্টিন দ্বীপটি বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ১৭ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপে বর্তমানে সাড়ে ৮ হাজার মানুষ বসবাস করেন। এ দ্বীপটিতে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সেখান থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় ২১ বছর পর সেখানে আবারও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার (০৭ এপ্রিল) থেকে সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি সদস্য মোতায়েনের বিষয়টি জানান বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।