সোমবার (০৮ এপ্রিল) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি একসময় কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তার প্রথম জানাজা হয়েছে বিকেল ৫টার দিকে কক্সবাজার ঈদগাঁও ময়দানে। দ্বিতীয় জানাজা হবে তার নিজ গ্রাম পূর্ব জোয়ারিয়ানালা গ্রামে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডাক্তার আব্দুন নূর বুলবুল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার কোষাধ্যক্ষসহ অসংখ্য সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএমএ কক্সবাজার জেলা শাখার সভাপতি ডা. পু চ নু ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসবি/টিএ